Notice Details

মিউনিসিপাল গভারন্যান্স এ্যান্ড সার্ভিসেস প্রজেক্ট (এমজিএসপি) প্রশিক্ষণ :
2017-09-11 06:01:39


বিশ্বব্যাংকের আর্থিক সহায়তাপুষ্ট মিউনিসিপাল গভারন্যান্স এ্যান্ড সার্ভিসেস প্রজেক্ট (এমজিএসপি) শীর্ষক প্রকল্পের বাংলাদেশ মিউনিসিপাল ডেভলবমেন্ট ফান্ড (বিএমডিএফ) আওতাধীন পৌরসভাসমূহে ইনক্লুসিভ বাজেট প্রনয়ণ ও সম্পত্তি মূল্যায়নের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে অত্র প্রকল্পে নিয়োজিত গভারন্যান্স ইমপ্রুভমেন্ট এন্ড ক্যাপাসিটি বিল্ডিং (জিআইসিবি) টিক কর্তৃক আগামী ১৪/০৯/২০১৭ইং তারিখ রোজ-বৃহস্পতিবার সকাল ৯.০০ টা হতে হাজীগঞ্জ পৌর ভবন সভাকক্ষে ০১ দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে। উক্ত প্রশিক্ষণ কর্মশলায় সম্মানিত অংশগ্রহনকারীদের যথা সময়ে উপস্থিত অনুরোধ করা হলো।

Back to Notice board